উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

0
107

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কর্মসূচির কারণে দেশটির ওপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

নতুন নিষেধাজ্ঞার আওতায় কী থাকবে, তা এখনো নিশ্চিত করে বলা হয়নি। তবে শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার বিস্তারিত জানাবে বলে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

নতুন এ নিষেধাজ্ঞাকে ‘উত্তর কোরিয়ার শাসনব্যবস্থার ওপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা’ অ্যাখ্যা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। কনজারভেটিভ পলিটিকাল কনফারেন্সেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে।

দুই সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন শেষে থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে জাপানের টোকিওতে দেওয়া বক্তৃতায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও উত্তর কোরিয়ায় নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here