ট্রাম্পের সাবেক ২ উপদেষ্টার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

0
107

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলছে। তবে রুশ হস্তক্ষেপ ছাড়াও সেই তদন্তদলের নজরে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে কর ও ব্যাংক জালিয়াতির ঘটনা।

পল ম্যানাফোর্ট ও রিক গেইটসের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। তবে এর আগে গত বছরের অক্টোবরে মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে।

মার্কিন বিচার বিভাগের বিশেষ এ তদন্ত দলের মূল লক্ষ্য ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের সঙ্গে রাশিয়ার কোনো আঁতাত ছিল কিনা তা খতিয়ে দেখা। পাশাপাশি এফবিআই বা অন্য কোনো সংস্থার তদন্তে ট্রাম্প প্রশাসন হস্তক্ষেপ করেছিল কিনা, তাও অনুসন্ধান করবে তদন্তদল।

তদন্ত দলটি এর মধ্যে ট্রাম্পের অনেক সহযোগী ও উপদেষ্টার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনলেও রিপাবলিকান শিবিরের সঙ্গে মস্কোর যোগসাজশ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here