সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় পাঁচদিনে নিহত চার শতাধিক

0
557

আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চল ঘোতায় রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর বিমান হামলায় চার শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার সংস্থাটি বলছে, গত রবিবার থেকে শুরু হওয়া বিমান হামলায় অন্তত চারশ তিন জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একশ ৫০ জনই শিশু।

সংস্থাটির অভিযোগ, সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় আরো দুই হাজার একশ ২০ জন আহত হয়েছেন।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর জরুরি ভিত্তিতে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত বিশেষ দূত স্টিফেন ডে মিসটুরা।

তিনি এক বিবৃতিতে বলেন, ঘোতায় মানবাধিকার পরিস্থিতি একেবারে উদ্বেগজনক। ওই অঞ্চলে যুদ্ধবিরতির মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছানো এবং আহতদের দ্রুত সেবা প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here