মুসলিম বিশ্বের জন্য ‘সেরা প্রেসিডেন্ট’ ট্রাম্প!

0
573

আর্ন্তজাতিক ডেস্ক: নানা ত্রুটি সত্ত্বেও মুসলিম বিশ্বের মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প সেরা প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এ মন্তব্য করেছেন।

জর্জ বুশ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে ঘৃণ্য ব্যক্তি এবং মেজাজি। অসম্ভব রকমের গোঁয়ার্তুমি রয়েছে তার মধ্যে। তার অব্যাহত টুইটার পোস্ট থেকে এসব পরিষ্কার হয়েছে। কোনোভাবেই আমি ট্রাম্পকে ভালো প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে পারি না। তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আসনে বসে দেশের মানুষকে ভয়-ভীতি দেখান এবং মিথ্যা কথা বলেন। কিন্তু এসব সত্ত্বেও আমি এখনো মনে করি মুসলিম বিশ্বের জন্য তিনি সেরা প্রেসিডেন্ট।’

বুশ বলেন, ‘ট্রাম্পকে সেরা প্রেসিডেন্ট মনে করার কারণ হচ্ছে- দীর্ঘদিন ধরে আমাদের দেশটিতে মুসলমানরা উৎপাত করছে কিন্তু ট্রাম্পের আমলে এগুলো শেষ হওয়ার কাছাকাছি রয়েছে।’

প্রসঙ্গত, মুসলিম বিশ্বে ট্রাম্পের চেয়ে বেশি ঘৃণিত বুশ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর তিনি বলেছিলেন, ‘ক্রুসেড শুরু হয়ে গেছে’। এরপর তিনি তালেবান উৎখাতের নামে আফগানিস্তানে হামলা চালান। ২০০৩ সালে সন্ত্রাসবাদের অজুহাত তুলে ইরাকে সামরিক আগ্রাসন চালান তিনি। এসব আগ্রাসনে লাখ লাখ মুসলমান নিহত হন।

তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here