চেলসিকে হারিয়ে দ্বিতীয় স্থানে হোসে মরিনহোর দল

0
115

স্পোর্টস ডেস্ক: রোমালু লুকাকু ও জেসে লিনেগার্ডের গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে ২-১ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে লিভারপুলকে হঠিয়ে আবারো লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হোসে মরিনহোর দল। অন্যদিকে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে চেলসি।

সফরকারী চেলসি কাল ৩২ মিনিটে উইলিয়ানের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের শুরুটাও ব্লুজদের ভালোই হয়েছিল। কিন্তু ৭ মিনিট পর গোলপোস্টের কাছে থেকে লুকাকু ম্যাচে সমতা ফেরালে ইউনাইটেডের ভাগ্য বদলে যায়। শুধুমাত্র গোল করেই থেমে যাননি বেলজিয়ান তারকা লুকাকু। ৭৫ মিনিটে তার ক্রসেই বদলি খেলোয়াড় লিনগার্ড দারুণ এক হেডে স্বাগতিকদের এগিয়ে দেন। শেষ পর্যন্ত ঐ গোলেই দলের জয় নিশ্চিত হয়।

এই ম্যাচটি শুধুমাত্র দুই দলের মধ্যেই লড়াই ছিলনা, দুই দলের দুই কোচ মরিনহো ও আন্তনিও কন্তের মধ্যেও একটি অলিখিত লড়াই দেখতে সবাই উদগ্রীব ছিল। সম্প্রতি দুজনের বিভিন্ন ধরনের মন্তব্যে ম্যাচ শুরুর আগেই বেশ উত্তেজনা বিরাজ করছিল। যদিও ম্যাচ শুরুর সময় অভিজ্ঞ দুই কোচের হাত মিলিয়ে একে অপরকে শুভকামনা জানানোর বিষয়টিতে অনেক কিছুই মিলিয়ে গেছে।

বুধবার চ্যাম্পিয়ন লিগে সেভিয়ার বিপক্ষে মূল একাদশের বাইরে রাখা ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে নেয়া পল পগবাকে কাল শুরু থেকেই দলে রেখেছিলেন মরিনহো। কিন্তু সপ্তাহের মাঝামাঝিতে বার্সেলোনার সাথে ১-১ গোলে ড্র করা কন্তের দলে দুটি পরিবর্তন করা হয়েছিল। ৬ সপ্তাহের মধ্যে প্রথমবারের মত মূল একাদশে খেলতে নেমেছিলেন আলভারো মোরাতা। ম্যাচর শুরুর চার মিনিটের মধ্যেই মার্কোস আলোনসোর ক্রসে মোরাতার সাইড ভলি বারে লেগে ফেরত আসে।

প্রথম কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই ছিল চেলসির কাছে। কিন্তু বার্সেলোনার বিপক্ষে বল নিয়ে যেভাবে তাদের অনেকটা সময় দাপট দেখাতে দেখা গিয়েছিল সেদিক থেকে ইউনাইটেডের শক্ত প্রতিরোধের মুখেই ব্লুজদের পড়তে হয়েছে। অ্যান্থনি মার্শালের লো ক্রসে গোল এরিয়ার মধ্যে অ্যালেক্সিস সানচেজ খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও গত মাসে ইউনাইটেডে যোগ দেয়া এই চিলিয়ান তারকা শুরু থেকেই বড় কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন। তবে কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল পায় চেলসি।

এডেন হ্যাজার্ডের সাথে বল আদান প্রদান করে উইলিয়ান জোড়ালে শটে চেলসিকে এগিয়ে দিতে ভুল করেননি। গত তিন ম্যাচে এই ব্রাজিলিয়ানের এটি চতুর্থ গোল। যদিও এই লিড মাত্র সাত মিনিট স্থায়ী ছিল। সানচেজের কাছ থেকে মার্শালের দারুণ এক পাসে ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান লুকাকু। ইউনাইটেডের জার্সি গায়ে শীর্ষ ছয় দলের বিপক্ষে এটি ছিল লুকাকুর প্রথম গোল। ৭৫ মিনিটে লুকাকুর ক্রসে লিনগার্ড দারুণ এক হেডে দলের জয় নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here