গাজায় ইসরায়েলি অবরোধে হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা

0
87

আর্ন্তজাতিক ডেস্ক: গাজা উপত্যকার দাতব্য সংস্থাগুলোর একটি জোট বলছে, ইসরায়েলি অবরোধে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার দাতব্য সংস্থাগুলোর জোটের সমন্বয়কারী আহমেদ আল কুর্দ জানান, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে গত কয়েকদিনে অপুষ্ট পাঁচ শিশুর জন্ম হয়েছে। পরে ওই পাঁচ শিশুই চিকিৎসার অভাবে মারা গেছে।

তিনি আরো বলেন, ইসরায়েলি অবরোধের কারণে নিহতের সংখ্যা এক হাজার পার হয়ে গেছে। তার মধ্যে চারশ ৫০ জন নিহত হয়েছেন আহত অবস্থায় সঠিক চিকিৎসা না পেয়ে।

২০০৭ সালের জুন থেকে অবরোধের কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কথাও বলেছেন তিনি। বিদ্যুৎ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে বেশিরভাগ সময়ই অস্ত্রপচার করতে পারেন না চিকিৎসকরা।

২০০৬ সাল থেকে বহু মানুষ বিদ্যুতের অভাবে মোমবাতি জ্বালিয়ে রাত পার করছেন। সেই মোমবাতির আগুন থেকেও শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here