মেসির বাড়ির ওপর দিয়ে বিমান চালানো নিষিদ্ধ!

0
97

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে মেসিকে আটকানোর জন্য কতশত পরিকল্পনা করে থাকে প্রতিপক্ষ খেলোয়াড়েরা। কিন্তু মেসিকে থামানো অসম্ভব। ডিফেন্ডারদের চোট এড়িয়ে ঠিকই গোল করে আসেন। জাদুকরী ফুটবলে সম্মোহিত করে রাখেন সবাইকে। মাঠ ও মাঠের বাইরে সেই মেসির যাতে বিন্দুমাত্র সমস্যা না হয় সেদিকে তো দৃষ্টি দিতেই হবে সরকারকে। এবার তেমনি এক ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় আলোড়ন তুলেছে।

আর্জেন্টাইন মহাতারকার বাড়ির জন্য বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর প্রসারিত করার চিন্তা বাতিল করতে বাধ্য হয়েছে কাতালান সরকার। বার্সেলোনার উপশহর গাভা ও কাস্তেলদেফেলেসের পাশে রানওয়ে সম্প্রসারিত করতে চেয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। আপাতত প্রকল্পটিকে বাতিলের তালিকাতেই ফেলে দেওয়া হয়েছে। কারণ বিমানবন্দর থেকে ৬ কিলোমিটার দূরেই যে মেসির বাড়ি।

বিমানবন্দর সম্প্রসারণ করা হলে মেসির বাড়ির উপরে বিমান চলাচলের সংখ্যাও বেড়ে যাবে। যা ফুটবল জাদুকরের জন্য অস্বস্তির কারণ হতে পারে। স্প্যানিশ এয়ারলাইন ‘ভুয়েলিং’ এর সভাপতি হ্যাভিয়ের সানচেজ-পিরেতো বলেছেন, ‘মেসি যেখানে থাকে, তার উপর দিয়ে বিমান ওড়ানো ঠিক নয়। ‘

যদিও অতীতে সম্পূর্ণ অন্য কারণে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প বাতিল করা হয়েছিল। কারণ হিসেবে পরিবেশগত এবং আর্থিক কারণকেই তুলে ধরা হয়েছিল। সম্প্রতি আর্থিক সমস্যা দূর হলেও বাধা হয়ে দাঁড়ায় মেসির বাড়ি। বার্সেলোনার ইএসএডিই বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমকে পিরেতো বলেছেন, ‘লিওনেল মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here