কাতারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
115

কাতার প্রতিনিধিঃ কাতারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতে সবার কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সফল করতে আগত অতিথিদের ফুল ও ক্রেষ্ট্র দিয়ে সম্মাননা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

শুক্রবার দোহার গোল্ডেন ওসান হোটেল এর হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাতার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শফিকুল কাদেরকে সভাপতি, বদরুল আলমকে সাধারণ সম্পাদক ও শেখ মোহাম্মদ আহাদকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন প্রধান অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনী। ইঞ্জিনিয়ার শাহ আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব আলম। সম্মেলনে বক্তব্য রাখেন আবুল কাশেম, আবু ইউসুফ বাবুল, মাহফুজুর রহমান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি জাকির হোসেন, শ্রমিকলীগের সভাপতি তাজুল ওয়াহিদ, আবুল হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল উদুদ, আবিদুর রহমান ফারুক, শেখ ফারুক আহমেদ, হাসিবুর রহমান, কফিল উদ্দীন, বাবুল আহমেদ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।

সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার জালাল আহমেদ, সৈয়দ আনা মিয়া ও শামীম আহমেদ। আওয়ামী পরিবারের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here