যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

0
95

আর্ন্তজাতিক ডেস্ক: সম্প্রতি চীনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থনৈতিক স্বার্থের ক্ষতি হলে যথাযথ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।

রবিবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের মুখপাত্র জাং ইয়োস সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য-যুদ্ধে জড়াতে চায় না চীন।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এমন কোনো পদক্ষেপ নেয় যার ফলে চীনের স্বার্থহানি ঘটে, তবে চীন বসে থাকবে না।
যথাযথ ব্যবস্থা নেবে চীন।’

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দেন। এই পরিকল্পনায় বিভিন্ন দেশ প্রতিবাদে সরব হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, এই সিদ্ধান্তে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিভিন্ন দেশও ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here