‘সিরিয়ায় হামলাকারীদের বিচারের মুখোমুখি হতে হবে’

0
191

আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার পূর্ব গৌতায় হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে চলে এসেছে।  পূর্ব গৌতায় বেসামরিক লোকদের ওপর হামলাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জায়েদ রায়াদ আল হুসেইন একথা বলেছেন।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।

জায়েদ রায়াদ বলেন, সিরিয়ার পূর্ব গৌতায় যে হামলা হচ্ছে তা যুদ্ধাপরাধ। হামলাকারীদের বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, সিরীয় হামলায় বেসামরিক লোকদের আহত কিংবা মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। ন্যায়বিচারের গতি হয়তো ধীর, কিন্তু তা নিষ্ক্রিয় না।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহে সিরীয় সরকার ও রুশ বিমান হামলায় পূর্ব গৌতায় এ পর্যন্ত ৬৭৪ জন নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় প্রায় চার লাখ বেসামরিক লোক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে  স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here