কাতারবিরোধী না হওয়ায় টিলারসনের পদত্যাগের তদবির করেছে আমিরাত!

0
609

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করেছে সৌদি জোট। তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে দোহা।

কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধ সমর্থন না করায় তাকে পদত্যাগ করানোর চেষ্টা করেছে সংযুক্ত আরব আমিরাত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে অর্থসংগ্রহকারী এলিয়ট ব্রয়ডির সঙ্গে ইমেইলে যোগাযোগ করেছে আমিরাত।

সেখানে স্পষ্টভাবে প্রমাণ রয়েছে, এলিয়টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে রেক্স টিলারসনের পদত্যাগের ব্যাপারে অনুরোধ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তার সূত্র ধরে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here