যৌনতায় সম্মতিদানে যোগ্যতার সর্বনিম্ন বয়স ১৫ করছে ফ্রান্স

0
124

আর্ন্তজাতিক ডেস্ক: ফরাসি সরকার একটি নতুন আইন আনতে চলেছে। যাতে প্রস্তাব করা হচ্ছে ১৫ বছরের নিচের বয়সী কোনো মানুষ যৌনতায় সম্মতি দানে যোগ্য নয়। সম্প্রতি ১১ বছর বয়সী দুই বালিকার সঙ্গে দুই প্রাপ্ত বয়স্ক পুরুষের যৌন মিলনের ঘটনায় ফ্রান্সজুড়ে নিন্দার ঝড় উঠলে দেশটির সরকার নতুন এই আইন করতে চলেছে।

ফ্রান্সে এই ধরনের আইন এটাই প্রথম। বর্তমানে ফ্রান্সে এমন কোনো আইন নেই যেখানে বলা হয়েছে নির্দিষ্ট একটি বয়সের আগে কেউ যৌনকর্মে সম্মতি দানে যোগ্য হয় না।

ফ্রান্স সরকারের নারী বিষয়ক দপ্তর মঙ্গলবার বলেছে, তারা একটি খসড়া আইনে ১৫ বছর বয়সকে যৌনকর্মে সম্মতিদানের জন্য যোগ্য বয়স বলে নির্ধারণ করেছেন। যা চলতি মাসের শেষদিকে সংসদের উত্থাপন করা হবে।

এর আগে এই সীমা ১৩ বছর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রেসিডন্ট ইম্মানুয়েল ম্যাক্রোঁ তা বাড়ানোর কথা বলেন।

সম্প্রতি পৃথক দুটি ঘটনায় ১১ বছর বয়সী দুই বালিকার সঙ্গে প্রাপ্তবয়স্ক দুজন পুরুষের যৌন মিলনের ঘটনাকে ‘ধর্ষণ’ বলে আখ্যায়িত করা হয়নি আদালতের রায়ে। কেননা ওই দুই বালিকা বলেছে তারা স্বেচ্ছায় যৌনকর্মে লিপ্ত হয়েছে। ফলে ওই পুরুষদেরকে ধর্ষণের সাজা থেকে রেহাই দেওয়া হয়।

এরপরই নারী অধিকার কর্মীরা এই নতুন আইন করার দাবি তোলেন।

সূত্র: দ্য ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here