ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ডেনমার্কে আলোচনা সভা

0
187

কোপেনহেগেন(ডেনমার্ক) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ডেনমার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেন।

কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এই সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রদূত এম এ মুহিতের সভাপতিত্বে হেড অফ চ্যান্সেরি শাকিল শাহরিয়ারের সঞ্চালনায় শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও পনের অগাস্টের সকল শহীদদের দোয়া কামনা করা হয়।

পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐতিহাসিক ৭ মার্চের বাণী পড়ে শোনানো হয়। এরপর বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান আলিম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া, আরিফ খালেক, জাহাঙ্গীর আলম, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, মাসুদ আহমেদ, আবু সায়ীদ, সামি দাশ, অপর্ণা বড়ুয়া, অগ্নি বড়ুয়াসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here