‘সারাবিশ্বে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া’

0
138

আর্ন্তজাতিক ডেস্ক: মাত্র ১৭ দিন বাকি আছে রাশিয়ার জাতীয় নির্বাচনের। তার আগে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন শেষ ভাষণ দিয়েছেন।

রাজধানী মস্কোতে জাতির উদ্দেশ্যে দেয়া বার্ষিক এক ভাষণে পুতিন বলেন, তার দেশ ব্যাপক ক্ষমতা সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। যেটা অপ্রতিরোধ্য। পৃথিবীর যে কোনো প্রান্তে সেই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

চতুর্থ বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তার প্রধান প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেছেন। তাতে পুতিন বলেন, দেশের দারিদ্র্যের হার আগামী ছয় বছরের মধ্যে অর্ধেকে নামিয়ে নিয়ে আসা হবে।

প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান ও মানুষের আয়ু বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

রাশিয়ার এই প্রেসিডেন্ট আরো সাত প্রতিযোগীর সঙ্গে লড়বেন ১৮ মার্চের নির্বাচনে। তবে তাদের কেউই তেমন জনসমর্থন আদায় করতে পারেননি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট প্রার্থীরা একটি টেলিভিশন বিতর্কে অংশ নেবেন।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here