৭ মার্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

0
100

ঢাকা: রাজধানী সোহরাওয়ার্দীতে ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া তেজগাঁও শিল্পাঞ্চলের যুবলীগ-ছাত্রলীগ নেতাদের পুলিশের মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সেদিন দুপুরে শত শত নেতাকর্মী জয় বাংলা শ্লোগান দিয়ে হাতিরঝিলের ব্রিজের ওপর দিয়ে আসতে থাকে। এমন সময় পুলিশ তাদের ব্যারিকেড দেয়। তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

রাজধানীর প্রতিটি এলাকার মিছিল পুলিশের সহযোগিতায় নির্বিঘ্নে সমাবেশ স্থলে গেলেও তেজগাঁও এলাকার মিছিলটি কেন অনুষ্ঠানস্থলে যেতে দেয়া হয়নি তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেসকো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐহিত্যের স্বীকৃতি দেয়। সেই ঐতিহাসিব দিনটিতে রাজধানীর সোহরাওয়াদীতে বৃহত্তর গণজমায়েতের প্রস্তুত নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই জনসভাকে আগামী জাতীয় নির্বাচনের শোডাউনে পরিণত করতে সর্বশক্তি নিয়োগ করে দলটি। কেন্দ্রীয় আওয়ামী লীগের সেই নির্দেশনা ঢাকা মহানগরসহ আশপাশের জেলাকে সেইভাবেই নির্দেশনা দেয় আওয়ামী লীগ। অনুষ্ঠানের শুরু আগের রাত থেকেই আসতে থাকে হাজার হাজার নেতাকর্মী। ৭ মার্চের সকাল থেকেই শুরু হয় সোহরাওয়ার্দী মুখী মানুষের ঢল। দুপুর নাগাদই ঢাকার প্রতিটি অলিগলি থেকেই দল ভেদে আসতে থাকে মিছিল।

মহানগরের বেশিরভাগ রাস্তায় ওইসব মিছিলের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। পুলিশের সহযোগিতায় রাজধানীসহ আশপাশের জেলার মিছিলগুলো জনসভা মঞ্চে যাওয়ার বিষয়ে পুলিশকে সহযোগিতা করতে দেখা যায়। দিনভর প্রতিটি মিছিলকে নানাভাবে সহযোগিতা করে মূল অনুষ্ঠান মঞ্চে যেতে সহযোগিতা করলেও ব্যতিক্রম ঘটে তেজগাঁও এলাকার একটি মিছিলকে কেন্দ্র করে।

কেন্দ্রীয় যুবলীগ নেতার অনুসারী কয়েক হাজার যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে মিছিলটি নিয়ে সোহরাওয়ার্দীতে যাওয়ার সময় হাতিরঝিল এলাকায় পুলিশ ব্যারিকেট দিয়ে আটকে দেয়। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা নানাভাবে বুঝিয়ে অনুষ্ঠান স্থলে যেতে পারেনি। কি কারণে তাদের যেতে দিচ্ছে না সেটাও পরিস্কার করে পুলিশ বলেনি। নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে শ্লোগান ধরলেই পুলিশ বেধরক লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

সেই মিছিলে উপস্থিত একাধিক নেতাকর্মীরা অভিযোগ করেন বলেন, ঢাকার দুই সিটির বিভিন্ন এলাকা থেকেই বড় বড় মিছিল গেল কাউকে পুলিশ আটকালো না, আমাদের কেন আটকালো। কেন আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করলো কিছুই বলতে পারছি না। বঙ্গবন্ধুর শ্লোগান নিয়ে সোহরাওয়াদী যাওয়ার সময় পুলিশ লাঠি দিয়ে পিটিয়ে অনেককে আহতও করেছে।

আরিফ, নয়ন ও সাজুসহ কয়েকজন যুবলীগ কর্মী বলেন, আমরাতো শিবিরের কর্মী নই কিংবা জঙ্গির মিছিল বের করি নাই তাহলে আমাদের উপর কেন হামলা করলো। শান্তিপূণ মিছিলে কেন এভাবে আটকে দিলো। আর যে প্রোগ্রামে যাচ্ছিলাম সেটা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচী ছিল।

ক্ষুদ্ধ কণ্ঠে তেজগাঁও আওয়ামী লীগের একজন প্রবীন নেতা বলেন, আওয়ামী লীগের কোন মিছিল পুলিশ আটকে দিয়েছে এটা নজিরবিহীন ঘটনা। শুধু আটকানোই নয়- পুলিশের পিটুনিতেই অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের কি অপরাধ সেটা কেউ জানে না।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশিদ কালের কণ্ঠকে বলেন, সেই দিনের ঘটনা নিয়ে আমরা কিছুই বলতে পারবো না। যা বলার ডিএমপি মিডিয়া সেন্টার থেকেই বলবেন।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here