রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিচ্ছে ফেসবুক!

0
150

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরাসরি ভূমিকা রাখছে।এমনটাই অভিযোগ করেছে জাতিসংঘ।

রাখাইনে গণহত্যার তদন্তে গঠিত জাতিসংঘের একটি টিম সোমবার অভিযোগ করে, সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে।

মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন তথ্য-অনুসন্ধানী মিশনের চেয়ারম্যান মারজুকি ডারুসম্যান বলেন, ‘আপনি যদি চান, তবে ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে উগ্রতা, ক্ষোভ ও সংঘাত বিস্তারে ভূমিকা রাখতে পারেন।’

তিনি বলেন, ‘ঘৃণা-বিদ্বেষ অবশ্যই সেসবের একটি অংশ হিসেবে ছড়িয়ে দেয়া হচ্ছে। ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।’

অন্যদিকে, মঙ্গলবার বিবিসিকে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তাদের প্লাটফর্মে ঘৃণা বিস্তারের সুযোগ নেই।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here