যুক্তরাজ্যে মুসলিমবিরোধী দলের ফেসবুক পেজ বন্ধ

0
476

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের একটি মুসলিমবিরোধী দলের সবগুলো ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ‘ব্রিটেন ফার্স্ট’ নামের এই দলটি নানাভাবে মুসলিমবিরোধী প্রচারণা চালাত। তাদের ফেসবুক পেজে ২০ লাখেরও বেশি ভক্ত ছিল।

চলতি মাসের গোড়াতে ধর্মীয় বৈষম্যের অভিযোগে ব্রিটেন ফার্স্ট-এর প্রধান পল গোল্ডিং এবং জেডা ফ্রান্সেনকে কারাদণ্ড দেয়া হয়।

ওই সংগঠনের ফেসবুক পাতায় যেসব ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে বলে মনে করা হচ্ছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, দলটির বিরুদ্ধে ফেসবুক ব্যবহারের নীতিমালা একাধিকবার ভঙ্গের অভিযোগ উঠেছে, এ কারণে তাদের ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুক কর্মকর্তারা বলছেন, এখন ব্রিটেন ফার্স্টের নেতারা স্বনামে বা বেনামে নতুন করে কোনো পেজও চালু করতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here