ফ্লোরিডায় পদচারী সেতু ধসে নিহত ৬

0
112

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন পদচারী সেতু ধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এফআইইউ) বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে। শনিবার ৯৫০ টনের সেতুটির মূল অংশটি বসানো হয়। এর পরেই দুর্ঘটনা ঘটে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফ্লোরিডার সিনেটর বিল নেলসন স্থানীয় টেলিভিশন সিবিএস মিয়ামিকে দেওয়া এক সাক্ষাৎকারে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ছয় থেকে দশজন নিহত হয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে চারজন নিহত এবং দশজন গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় একটি হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাক্তার মার্ক ম্যাককেনি।

দুর্ঘটনার ভিডিওচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here