মানবতাবিরোধী অপরাধ : হবিগঞ্জের তিনজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

0
140

 

বাংলা খবর: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন তিন আসামীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মামলায় আসামীরা হলেন, মো. শফি উদ্দিন মাওলানা (৮০), মো. তাজুল ইসলাম (৮০) ও মো. জাহেদ মিয়া (৬২)। এ তিন আসামীর মধ্যে আসামী মো. শফি উদ্দিন মাওলানা এখনও পলাতক আছেন। তবে বাকি দুই আসামী গ্রেফতার হয়ে করাগারে আছেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক মো. সানা উল্লাহ এ প্রতিবেদন প্রকাশ করেন।
মো. সানা উল্লাহ বলেন, মামলার এ তিন আসামীর বিরুদ্ধে ২০১৬ সালের ২২ মার্চ তদন্ত শুরু হয়ে আজ বুধবার (২১ মার্চ) তদন্ত শেষ হয়। আসামীদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা সহ বিভিন্ন অপরাধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। একাত্তর সালে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় আসামীদের দ্বারা এসব অপরাধ সংগঠিত হয়।
তিনি আরও বলেন, এ মামলাটির তদন্ত কর্মকর্তা হলেন মো. নুর হোসেন। তদন্ত শেষে মামলাটিতে মোট ২১ জনকে সাক্ষি করা হয়েছে। তিন আসামীর মধ্যে মো. শফি উদ্দিন মাওলানা এখনও পলাতক। তবে আসামী মো. তাজুল ইসলাম ওরফে ফোকন এবং মো. জাহেদ মিয়া ওরফে জাহিদ মিয়াকে গত বছরের ২৩ নভেম্বর গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here