ভেনিজুয়েলায় বন্দিশালায় দাঙ্গা: নিহত ৬৮

0
112

বাংলা খবর ডেস্ক: ভেনিজুয়েলায় একটি পুলিশ স্টেশনের বন্দিশালয় দাঙ্গা হয়েছে। এতে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন। বুধবার উত্তেজিত বন্দিরা সেখানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই ঘটনার পর ওই পুলিশ স্টেশনের বাইরে বুধবার রাতভর স্বজনের খোঁজ জানার অপেক্ষায় থাকেন প্রিয়জনরা। কিন্তু তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
অন্যদিকে বুধবার শেষ রাত অবধি এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে নি কর্তৃপক্ষ। ওদিকে টুইটারে প্রধান প্রসিকিউটর তারেক উইলিয়াম সাব বলেছেন, কি কারণে এই বেদনাদায়ক ঘটনা ঘটলো তার গভীর তদন্তের নিশ্চয়তা দিচ্ছে স্টেট প্রসিকিউটরের অফিস। পুলিশ স্টেশনে হামলায় অনেক মানুষ তার প্রিয়জনকে হারিয়েছেন। উল্লেখ্য, ভেনিজুয়েলায় জেলখানাগুলো অতিরিক্ত বন্দিতে ঠাসা। এ ছাড়া সেখানে অস্ত্র ও মাদকও রয়েছে বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে। স্থানীয় কর্মকর্তা জেসাস সান্তানদার বলেছেন, এ ঘটনায় ক্যারাবোবোতে শোকের ছায়া বিরাজ করছে। ফরেনসিক ডাক্তাররা নিহতের সংখ্যা নির্ণয়ের চেষ্টা করছেন। ওদিকে একজন পুলিশ সদস্যের পায়ে গুলি করা হয়েছে। ততে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। রিপোর্টে বলা হয়েছে, ভেনিজুয়েলায় বেশির ভাগ জেলখানায়ই আইনের কোনো বালাই নেই যুগ যুগ ধরে। সেখানে মাঝে মাঝেই বন্দুক, হাতবোমা থাকার কথা শোনা যায়। শোনা যায় বন্দিদের হাতে আছে মাদক। এতে প্রহরীরা হয়ে পড়েন অসহায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here