নতবৃন্ত বসন্ত বিকেল

0
638

রওশন জাহান

নাগরিক দ্বিপ্রহর ভেঙ্গে দূর্বার পৌঁছে যাই
চলতি পথের গমকে শ্রোতাপ্রিয় আমি
একটি নিমগ্ন শহরের নাম দিলাম নতবৃন্ত বৃত্ত
অবনত উদাসী আকাশ, পত্রহীন বৃক্ষ
মানুষ ও বাহনের স্তনন পদচারনা
এবং হৃদয়ে বয়ে যাওয়া একগুচ্ছ মানবিক ঝড়
আমরা পরস্পর এক বৃত্তে ঘুরপাক খেয়ে চলছি
পৃথিবী থেকে শব্দগুলোকে পৃথক করে
বৃত্তবন্দী হচ্ছি ক্রমশ
যেমন বিরতিতে বসবাস এক গ্রহ থেকে অন্য গ্রহের l

অপরাহ্নের পাখিগুলোর সান্নিধ্য অতৃপ্ত অনাগ্রহের
যখন আমরা পৌর জলের নাগালে পৌঁছেছি
ধূসর শীতল জল একদৃষ্টে শূন্যে তাকিয়ে ছিলো
জলের মৃদু কম্পন কবোষ্ণ ঠোঁটের মত
ধীর লয়ের গতিবিধিতে আচ্ছন্ন করে চলছিলো
অতঃপর মনস্থ করলাম
চারপাশের শব্দ ও ইচ্ছেগুলোকে জলে ডুবিয়ে দিতে
শব্দ ও ইচ্ছেগুলো জলে দ্রবীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়লো
মেঘহীন বরষা সরস স্পর্শে ছুঁয়ে দিলো
স্বেচ্ছায় ভারাক্রান্ত চুম্বনে
নিঃসঙ্গতার পরম মুহূর্তগুলো জানে অক্ষরহীন ভাষা
বিন্দুসহযোগ ঋক্ষ আলিঙ্গনে
থিতু হয়েছি আজ কেবল, মৌনতাপ্রবণ অন্ধকার বসন্তবিকেলে ।

মার্চ ২৮, ২০১৮
নিউহাইড পার্ক, নিউইয়র্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here