কোচিং স্টাফদের বহিস্কার করল জিম্বাবুয়ে!

0
122


বাংলা খবর ডেস্ক:
জাতীয় দলের সব কোচিং স্টাফকে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। পরে প্রধান কোচ হিথ স্ট্রিকসহ সবাইকেই বহিস্কার করেছে বোর্ড। অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে সরিয়ে ব্রেন্ডন টেইলরের হাতে এই দায়িত্ব দেয়া হবে বলে জানায় জিম্বাবুয়ের বিভিন্ন সংবাদমাধ্যম। কারণ একটাই, সদ্য দেশের মাটিতে শেষ হওয়া ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূলপর্বে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া। স্ট্রিক ছাড়াও এই তালিকায় আরো রয়েছেন ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডো, ফিল্ডিং কোচ ওয়ালটার চাওয়াগুতা, ফিটনেস কোচ শন বেল এবং টিম বিশ্লেষক স্ট্যানলি চিওজা। অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যানগঙ্গোকেও ছাড়তে হয়েছে দায়িত্ব।
এর আগে পদত্যাগের নির্দেশ জানিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নির্বাহী পরিচালক ফয়সাল হাসনাইন বৃহস্পতিবার স্ট্রিককে পাঠানো ই-মেইলে বলেন, দয়া করে আপনার কোচিং স্টাফদের (আপনি সহ) আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টা পর্যন্ত সময় দিলাম আনুষ্ঠানিকভাবে পদত্যাগের জন্য। তবে পদত্যাগ না করলেও এই সময়ের পর সবাই নিজেদের বরখাস্ত হিসেবে বিবেচনা করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here