টালমাটাল অস্ট্রেলিয়ার হাল ধরছেন পন্টিং!

0
111
কেপটাউন টেস্টে বল টেম্পারিংকাণ্ডে টালমাটাল অস্ট্রেলিয়া ক্রিকেট। এর দায়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাসের। তাদের এ শাস্তি দেয়ার পর কোচের পদ থেকে ইস্তফা দেন ড্যারেন লেম্যান। এর পর অস্ট্রেলিয়া ক্রিকেটমহলে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- নতুন কোচ হয়ে দলের হাল ধরছেন কে?

এ মুহূর্তে অনেক নাম ভেসে উঠছে। তবে সবচেয়ে এগিয়ে রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। দীর্ঘদিন ধরেই তার নাম শোনা যাচ্ছে। বল বিকৃতকাণ্ডের পর তা আরও জোরালো হয়েছে।

২০১৬ সালে লেম্যানের অনুপস্থিতিতে ল্যাঙ্গারের অধীনে ওয়েস্ট ইন্ডিজ সফর করে অস্ট্রেলিয়া।দেশের ঘরোয়া ক্রিকেটে একাধিক টিমের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার। পার্থ স্কর্চার্সকে তিনবার করেছেন বিগব্যাশ চ্যাম্পিয়ন। এ অভিজ্ঞতার জন্যই তাকে এগিয়ে রাখছেন সবাই।

কোচ হওয়ার দৌড়ে ল্যাঙ্গারের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকি পন্টিং। আগে না চাইলেও সম্প্রতি জাতীয় দলের দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন এ অজি কিংবদন্তি। গেল বছর শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষেও একই ভূমিকায় দেখা গেছে তাকে। এবার প্রধান কোচের দায়িত্ব নিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় ক্রিকেটের হাল ধরছেন সাবেক এ অধিনায়কবলে জোর গুঞ্জন।

এ দুজন ছাড়াও জেসন গিলেস্পি, বেইলিস, ডেভিড সাকের, ব্র্যাড হাডিন, ক্রিস রজার্সের নামও উঠছে। তবে শেষ পর্যন্ত কে হন ক্রিকেট ঐতিহ্যের অন্যতম ধারক-বাহক অস্ট্রেলিয়ার কোচ এখনতাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here