কাজ নিয়ে ক্যারিয়ারের খুব চমৎকার সময় পার করছেন অভিনয়শিল্পী সোহানা সাবা। চলচ্চিত্রের বাইরে ছোট পর্দায়ও নিয়মিত কাজ করছেন তিনি। সমপ্রতি ‘পাগলামি’ নামের একটি খণ্ড নাটকে কাজ করেছেন তিনি। এ নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাকুর অভি। এখানে সাবার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। সোহানা সাবা মানবজমিনকে বলেন, সম্প্রতি এ নাটকের কাজ শেষ হয়েছে। উত্তরার বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে। এখানে আমার চরিত্রের নাম থাকছে সায়লা। নাটকের কাহিনীতে একজন মানসিক রোগী থাকেন শতাব্দী ভাই। মূলত তাকে সুস্থ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়। ভালো একটি গল্পের কাজ হয়েছে। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন। নির্মাতা আশফাকুর অভি বলেন, আসছে ঈদকে কেন্দ্র করে এই খণ্ড নাটকটির কাজ করা হয়েছে। নাটকটি প্রযোজনা করেছে সেফ মাল্টিমিডিয়া। শতাব্দী ও সোহানা সাবা দারুণ অভিনয় করেছেন। এদিকে সোহানা সাবা বর্তমানে দীপ্ত টিভির ‘মধ্যবর্তিনী’ নামে নতুন এক ধারাবাহিক নাটকেও কাজ করছেন। সাবা অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘আয়না’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’, ‘ষড়রিপু’। অন্যদিকে সাবা ‘আব্বাস ওটু’ নামেও একটি নতুন ছবিতে কাজ করেছেন। সাইফ চন্দন পরিচালিত এ ছবিতে সাবার বিপরীতে অভিনয় করছেন নিরব। এছাড়া মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে ‘এপার ওপার’ নামে কলকাতায় একটি ছবিরও কাজ শেষ করেছেন সাবা। এটি পরিচালনা করেছেন কলকাতার হরনাথ চক্রবর্তী। এতে সাবার বিপরীতে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায় কাজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here