ঢাকা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়লেন মাশরাফি বিন মর্তুজা। প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি আজ গড়েন জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের এ অধিনায়ক। ডিপিএলের সুপার সিক্সের ম্যাচে আজ খেলাঘর কল্যাণ সমিতির মাহিদুল ইসলামকে ফিরিয়ে তিয়ে এই রেকর্ডটি গড়েন।

মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে আজ সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে খেলাঘর কল্যাণ সমিতির বিরুদ্ধে মাঠে নামে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাট করে আবাহনী ২৪১ রানে গুটিয়ে যায়। জবাবে খেলতে নামা খেলাঘরের প্রথম উইকেট তুলে নেন মেহেদী। এরপরেই পঞ্চম ওভারে উইকেটের দেখা পান মাশরাফি।

প্রথম ১৩ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে আবু হায়দারের থেকে ১ উইকেট পেছনে ছিলেন ম্যাশ। আজ রবিউল ইসলামকে ফিরিয়ে ৩৫তম এবং মাহিদুলকে ফিরিয়ে সর্বোচ্চ ৩৬টি উইকেট সংগ্রহ করেন দল মাশরাফি বিন মর্তুজা। আর পেছনে ফেলেন ২০১৭ সালে ৩৪ উইকেট নিয়ে শীর্ষে থাকা আবু হায়দার রনিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here