নার্ভ এজেন্ট হামলার নিখুঁত তদন্ত চান পুতিন

0
529
যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর উপর বিষ প্রয়োগের ঘটনার নিখুঁত তদন্ত চায় রুশ কর্তৃপক্ষ। মঙ্গলবার এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন জানান, যুক্তরাজ্যে সাবেক গোয়েন্দা ও তার মেয়ের উপর নার্ভ এজেন্ট হামলার তদন্তকারী বিজ্ঞানীরা সুনির্দিষ্ট কোন উৎস সনাক্ত করতে পারেনি।

তিনি আরও জানান, কে হামলা করেছে বা তাকে কোথা থেকে পাঠানো হয়েছে তা না জেনেই সবাই রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। এটা নির্বদ্ধতা ছাড়া আর কিছু হতে পারে না। যে ধরনের নার্ভ এজেন্ট গত ৪ মার্চের হামলায় ব্যবহৃত হয়েছে তা শুধুমাত্র পৃথিবীর ২০ টি দেশ তৈরি করতে পারে।

এর এই হামলার প্রেক্ষিতে বিভিন্ন দেশ থেকে রাশিয়ার মোট ১৫০ জন কূটনীতিক বরখাস্ত হয়েছেন। রাশিয়াও এর প্রত্যুত্তরে সমসংখ্যক কূটনীতিক বরখাস্ত করেছে সেসব দেশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here