গল্প লিখে জিতে নিন পঁচিশ হাজার টাকার বই

0
961

অন্বয় প্রকাশ প্রতিষ্ঠার ঊষালগ্নেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু আলোচনায় থাকলেই সব পাওয়া হয়ে যায় না। অন্বয় প্রকাশ চায় প্রকাশনার মূলধারায় অবস্থান করে নিয়মিত ভালো ও মানসম্পন্ন বই প্রকাশ করতে। সেই সাথে সম্ভাবনাময়-প্রতিশ্রুতিশীল নতুন লেখকদের আস্থার জায়গায় পৌঁছতে।
সে লক্ষে নতুন লেখকদের কাছ থেকে নিম্নের শর্তানুযায়ী গল্প আহবান করা যাচ্ছে।
* গল্প হতে হবে সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে।
* গল্পের বিষয় উন্মুক্ত।
* গল্প পাঠাতে হবে SutonnyMJ এবং অভ্র ফন্টে।
* গল্পের সাথে লেখকের নাম, ছবি, ঠিকানা, ফোন নাম্বার ও লেখক সম্পর্কে ৫/৬ বাক্যে পরিচিতি পাঠাতে হবে।
* যে কোনো বয়সের লেখক গল্প পাঠাতে পারবেন।
* লেখা পাঠাতে হবে ৩০ জুন ২০১৮ তারিখের মধ্যে।
* গল্প পাঠাতে হবে annoyprakash71@gmail.com মেইল নাম্বারে।
* মেইলে বিষয় হিসেবে লিখতে হবে গল্প লেখা প্রতিযোগিতা।

পুরস্কার ও অন্যান্য:
* নির্বাচিত গল্পের প্রথম দশ গল্পকারকে যথাক্রমে ১ম স্থান অধিকারিকে ১০০০০/- ( দশ হাজার) টাকার বই, ২য় স্থান অধিকারিকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকার বই, ৩য় স্থান অধিকারিকে ৩০০০/- (তিন হাজার) টাকার বই, ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারির প্রতি গল্পকারকে ১০০০/- (এক হাজার) বই পুরস্কার হিসেবে প্রধান করা হবে।
* পুরস্কার প্রদান করা হবে অনুষ্ঠানের মাধ্যমে।
* এছাড়াও সেরা ১০০ গল্পকারের গল্প নিয়ে বই প্রকাশ করা হবে।
উল্লেখ থাকে যে, বই আকারে প্রকাশের জন্য প্রতিটা গল্প সম্পাদক টেবিলে যাবে এবং প্রয়োজনীয় সম্পাদনা শেষে বই প্রকাশ করা হবে।

ধন্যবাদান্তে, প্রকাশক, অন্বয় প্রকাশ # বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here