হলুদের জন্য করুনা।।।

0
743


হেলেনা জাহাঙ্গীর

লাল দরজায় হলুদ কণ্ঠের গান
ভেবেছিলাম, সবুজ হবে।
কত স্বপ্ন কত প্রতিশ্রুতির গীতিকাব্য!
ভাবটা এমন, নীল কষ্ট দূর করতেই এসেছিল।
শে-ষ গাওয়া।
দেখি না এখন তাঁকে।
হয়তো হলুদ হয়ে নষ্টের কাব্য লিখছে।
কারো খোঁপায় তাঁর প্লাস্টিকের ভালবাসা।
একটু স্বার্থ একটু উত্তেজনায় আবার কাউকে বিদায় বলা !
আসমানি রংটা কখনো দেখেনি সে
বুঝে নাই কত নির্মম ভবিষ্যৎ তাঁর জন্য অপেক্ষা করছে।
হলুদের জন্য করুনা হয়
হারালো প্রিয় রক্তিম প্রেম কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here