একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের সঙ্গে প্রথমবারের মতো একই ধারাবাহিকে অভিনয় করলেন শামীমা তুষ্টি ও এ্যানি খান। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের নির্দেশনায় বাংলাভিশনে প্রচার চলতি এ ধারাবাহিকের নাম ‘মহাগুরু’। এতে এটিএম শামসুজ্জামান, তুষ্টি ও এ্যানি খানের পর্বগুলোর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে চলতি সপ্তাহেই। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে তারা তিন জন এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেন। নাটকের গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান। এতে শিলা চরিত্রে তুষ্টি এবং ভিন্ন কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন এ্যানি খান।
এটিএম শামসুজ্জামানের সঙ্গে তুষ্টি প্রথম অভিনয় করেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকে। এরপর আরো বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন। তবে, এ্যানি খান ‘মহাগুরু’ ধারাবাহিকেই প্রথম এটিএম শামসুজ্জামানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলেন। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, কায়সারের এই ধারাবাহিকের গল্পটা ভালো লেগেছে। তাই এতে কাজ করলাম। তুষ্টি বলেন, এটিএম আঙ্কেলের সঙ্গে কাজ করা সত্যিই অনেক সৌভাগ্যের বিষয়। কারণ তার কাছে অনেক কিছুই শেখার আছে আমাদের। তারসঙ্গে অভিনয়ের সময়টাও ভীষণ উপভোগ করি আমি। এ্যানি খান বলেন, এর আগে একটি চলচ্চিত্রে প্রথম এটিএম আঙ্কেলের সঙ্গে কাজ করার সুযোগ পাই। সেই চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা আর টানতে চাই না। তবে নাটকে ‘মহাগুরু’তেই প্রথম আমি কাজ করার সুযোগ পাই। বিশেষভাবে কৃতজ্ঞ কায়সার ভাইয়ের কাছে তার সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। ‘মহাগুরু’ সপ্তাহের প্রতি রোববার ও সোমবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here