একলা ডাহুক

0
777

শামসুদ্দিন হারুন

এই এখানেই আমি থাকতাম বসে পড়ন্ত বিকেল বেলা
এখানে কেটেছে কতো মনোরম সকাল দুপুর রাত
গাছেদের সাথে হতো কথা,মেঘের সঙ্গে লুকোচুরি খেলা
এখানেই তুমি ধরেছিলে আমার শীর্ণ দুটি হাত ।

দেখো ওইখানে ছিলাম আমি, ওদিকেই ছিল আমার বসত
এখন ওখানে উত্তাল জলরাশি, ঘূর্ণিতে নেচে ওঠে মেঘনার ঢেউ
জনপদ জুড়ে কোলাহল ছিলো, ছিলেন এক প্রবীণ অশ্বথ,
এই এখানেই ছিলো, আমার সঙ্গেই ছিলো কোন একজন কেউ।

ওই যে দেখো, দূরের আকাশে জ্বলে থাকা উজ্জ্বল দুই তারা
ওরাই জানে শানবাঁধা ঘাটে এসেছিলো এক অচিন পাখি
জোছনার কোলাহলে ঘুম ভেঙ্গে যায়,প্রবল বাতাস দিয়েছে নাড়া
তুমি কি জানো গভীর গহনে আমি কেবলই তোমায় ডাকি !

এখানে ওখানে এদিকে ওদিকে, এখন কোন দিকে আর আমি নেই
নেই শৈশব কৈশোর তারুণ্যের আমি, আমি নেই বার্ধক্য জরায়
অথচ দেখো ঘন বর্ষণে যে তোমাকে বেসেছিলো ভালো আমি সেইই,
আমি আর সেই আমি নেই, ডুবে গেছি ভেসে গেছি তোমার খরায়।

সাংবাদিক-কবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here