নিউইয়র্কে ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর ইস্টার সান্ডে

0
622

নিউইয়র্ক: ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক এর পক্ষ থেকে গত ৩১ মার্চ
ইস্টার সান্ডের আগের দিন শনিবার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত জ্যাকসন
হাইটসের ডাইভারসিটি প্লাজা সংলগ্ন কাবাব কিং-এর সামনে বিভিন্ন উপহার
সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল বাংলা
মিশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ও সিনিয়র মিনিস্টার রেভা. যোসেফ ডি বিশ্বাস।
উপস্থিত ছিলেন ক্রাইস্ট বাংলা চার্চের পাস্টর প্রদীপ দাস, গ্লোবাল
ইভ্যাঞ্জিলাইজেশন মিনিস্ট্রির ফাউন্ডার প্রেসিডেন্ট পাস্টর ড. বিপ্লব লিওনার্ড
দাস, পাস্টর যোসেফ মন্ডল, ক্রাইস্ট বাংলা চার্চের সেক্রেটারি জেভিয়ার পলাশ
সরকার প্রমুখ।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণের সাথে
নিউইয়র্কের বিভিন্ন চার্চের মেম্বাররাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে
নিউইয়র্কস্থ কমিউনিটির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অনেকেই উপস্থিথ ছিলেন।
প্রার্থনার মধ্য দিয়ে পাস্টর যোসেফ ডি. বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং
তিনি তার উদ্বোধনী বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ক্যালভিন মন্ডলের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান এবং তার বিভিন্ন
সেবামূলক কাজের প্রসংসা করেন। ক্রাইস্ট বাংলা চার্চের পাস্টর প্রদীপ দাস
তার বক্তব্যে ইস্টার সান্ডের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি খ্রীষ্টিয় জীবনে সেবা
কাজের গুরুত্ব তুলে ধরেন।
মি. ক্যালভিন মন্ডল তার বক্তব্যে সকলের সহযোগিতার জন্য কেএলবি’র পক্ষ
থেকে ধন্যবাদ জানান। কেএলবি’র বোর্ড সেক্রেটারি মিসেস মনা মার্গারেট
মন্ডল আগামীতেও কেএলবি’র পক্ষ থেকে বাংলাদেশে ও নিউইয়র্কে বিভিন্ন
সেবামূলক কর্মসূচী পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ আর্ত মানবতার সেবায় বাংলাদেশের
বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে,
ফ্রি স্কুল, বয়স্ক হোমে সাপোর্ট, বিভিন্ন অনাকাঙ্খিত প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী
কার্যক্রম, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর জন্য আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র
বিতরণ ইত্যাদি। ক্যালভিন মন্ডল ও মনা মন্ডল তাদের পারিবারিক আর্থিক
সহযোগিতায় এসব কার্যক্রম এ পর্যন্ত করে আসছেন। এছাড়াও তাদের দুই
সন্তান ক্যাথরিনা ও খ্রীষ্টিনার প্রতিবছরের জন্মদিনের বাজেটের টাকা দিয়ে তারা
বাংলাদেশে গরীব-অসহায়দের জন্য বিভিন্ন সেবাকাজ পরিচালনা করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here