স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে এখনো একটি ম্যাচেও হারেনি মেসি-সুয়ারেজদের ক্লাব বার্সেলোনা। সেভিয়ার মাঠে গত শনিবার হারের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠতে পারে কাতালানরা। তবে আর একটি ম্যাচে পরাজয় এড়িয়ে মাঠ ছাড়লেই দারুণ একটা রেকর্ড স্পর্শ করবে কাতালানরা। স্প্যানিশ লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে টানা অপরাজিত থাকার রেকর্ড।
স্প্যানিশ লা লিগায় টানা অপরাজিত থাকার রেকর্ডটা রিয়াল সোসিয়েদাদের। ১৯৭৯-১৯৮০ মৌসুমে টানা ৩৮ ম্যাচে অপরাজিত ছিল দলটি। এই মৌসুমে বার্সা ৩৭ ম্যাচ পরাজয়বিহীন আছে। আজ শনিবার রাতে ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে না হারলেই সোসিয়েদাদের রেকর্ডে ভাগ বসালে মেসি-সুয়ারেজদের দল।
ন্যু ক্যাম্পে আজ বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে লেগানেসের বিপক্ষে নামবে বার্সা। এদিন হার এড়াতে পারলে তো রেকর্ডে ভাগ বসানো হবেই। সপ্তাহের মাঝে রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের পরের শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ। সেদিন হার এড়ালে রেকর্ডটা এককভাবেই দখলে নিতে পারবে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here