হরিণ হত্যা মামলায় জামিন পেলেন বলিউড অভিনেতা সালমান খান। ৫০ হাজার টাকা জরিমানার ভিত্তিতে আজ শনিবার সালমানের জামিন মঞ্জুর করে যোধপুর আদালত।
কৃষ্ণসার হরিণ চোরাশিকারের দায়ে বৃহস্পতিবার সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার রূপি জরিমানা করে যোধপুর দায়রা আদালত। ওইদিন বিকালে বলিউড সুপারস্টারকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে। বৃহস্পতিবার ও শুক্রবার রাত তিনি সেখানেই সাধারণ কয়েদিদের মত ছিলেন। দুই দিন কারাভোগের পর জামিন পেলেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল এ তথ্য জানিয়েছে।
শনিবার সকালে এ অভিনেতার জামিনের শুনানি শুরু হয়। শুক্রবার এই শুনানির চূড়ান্ত রায় হওয়ার কথা থাকলেও তা মুলতবি করেছিলেন সেশন কোর্টের বিচারক রবীন্দ্র কুমার জোশি। রুরাল কোর্ট ও রাজস্থান উচ্চ আদালতে এ মামলার পূর্বের নথিপত্র পর্যালোচনা করার জন্য শুনানির তারিখ পিছিয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তার কারণে সালমান কাল আদালতে উপস্থিত হননি।
গত ৫ এপ্রিল কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। এরপর যোধপুর কেন্দ্রীয় কারাগারের ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here