শুধুমাত্র ছাত্রীরা নয়, চাইলে এখন থেকে ছাত্ররাও স্কার্ট পরতে পারবে। যুক্তরাজ্যের আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ এ ধরনের কথাই বলেছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক রিচার্ড মেলোনি জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে লিঙ্গ সমতা ফেরাতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যদি অন্য লিঙ্গের মতো আচরণ করতে চায়, তাহলে তাকে পূর্ণ সুযোগ দেওয়া হবে।
ওই স্কুলের সাবেক ছাত্র ব্রিটিশ টেলিভিশনের পরিচালক ক্রিশ্চিয়ান জেসেন জানান, তারা যখন ওই স্কুলে পড়তেন সেই সময়ে স্কার্ট পরার সুযোগ ছিল না। যদি সুযোগ থাকতো তাহলে তিনি স্কার্ট পরেই স্কুলে যেতেন।
১৯৮৪ সাল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে ছেলেমেয়েদের জন্য আলাদা পোশাক পরার রীতি চালু রয়েছে। এখন সেই রীতি ভেঙে দিল আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ।
তবে ভেদাভেদ দূর করার জন্য এই রীতি অনেকটাই অভিনব তা মেনেও নিচ্ছেন অনেকে। ছেলেরা স্কুলে স্কার্ট পরবে এই খবর যুক্তরাজ্যের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here