কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে এবং মেনে নিয়ে চলমান আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন।
হাসান আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে আমদের কোটা সংস্কার চেয়ে চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তার সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘আমরা কেন্দ্রীয় কমিটির সবাই রাতে বসে এই সিদ্ধান্ত নিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখবো বলেও সিদ্ধান্ত নিয়েছি।’
মামুন বলেন, ‘প্রজ্ঞাপন জারি করার পরে যদি বুঝি আমাদের ন্যায্য দাবি আমাদের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়নি তখন আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ তিনি আরো বলেন, ‘তবে আমরা প্রধানমন্ত্রী বরাবর ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি দেব। যারা কোটার প্রাপ্য দাবিদার তারা কোটা পাক এটা আমরাও চাই। যেমন মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটার দাবিদারদের কোটা দিতে ওই চিঠিতে আহ্বান জানাব। তবে সেটা যেন প্রাপ্য পরিমাণযোগ্য হয়।’
সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা বলেন, ‘আমরা আজ সকাল ১১টার সময় ক্যাম্পাসে একটি আনন্দ মিসিল বের করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here