সিইসির সঙ্গে আজ বিএনপির বৈঠক

0
606

বাংলা খবর:
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে আজ মঙ্গলবার সকালে বৈঠকে বসছে বিএনপির সাত সদস্যর একটি প্রতিনিধি দল। বেলা ১১টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

দলীয় সূত্র জানায়, বিএনপির প্রতিনিধি দলটি জাতীয় ও স্থানীয় নির্বাচন বিষয়ে এবং বর্তমানে বিএনপির সভা-সমাবেশ করতে না পারার বিষয়গুলো নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করবে। এ ছাড়া নির্বাচনের আগে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহার এবং গ্রেফতার না করার বিষয়েও সিইসির প্রতি আহ্বান থাকবে। বিশেষ করে গাজীপুর এবং খুলনা সিটিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য আহ্বান জানাবে প্রতিনিধি দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here