নভোচারীকে প্রশিক্ষণ দেবে যে “অ্যাপ”

0
675
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে মিলে ‘স্পেস নেশন নেভিগেটর’ সাধারণ মানুষের মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে এনেছে নভোচারী প্রশিক্ষণ অ্যাপ।

অ্যাপটি তৈরি করেছে স্পেস নেশন। অ্যাপটিকে ‘বিশ্বের প্রথম নভোচারী প্রশিক্ষণ অ্যাপ’ হিসেবে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপটিতে মিনি-গেম, কুইজ, ফিটনেস চ্যালেঞ্জ এবং ন্যারেটিভ অ্যাডভেঞ্চারের মাধ্যমে গ্রাহককে নভোচারীদের মৌলিক কৌশলগুলো শেখানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

‘স্পেস নেশন অ্যাস্ট্রোনট প্রোগ্রাম’-এর প্রথম ধাপ হিসেবেও দেখা হচ্ছে স্পেস নেশন নেভিগেটর অ্যাপকে। বৈশ্বিক এ প্রতিযোগিতার মাধ্যমে একজন বিজয়ী মহাকাশ ভ্রমণের সুযোগ পাবেন।  বিশ্বজুড়ে বিনামূল্যের অ্যাপটি উন্মুক্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

১৯৬১ সালে মহাকাশ ভ্রমণকারী প্রথম মানব হলেন ইউরি গ্যাগারিন। ওই অর্জনের বর্ষপূর্তির দিনেই নতুন নভোচারী প্রশিক্ষণ অ্যাপটি উন্মোচন করা হয়।

স্পেস নেশন প্রধান কেল ভাহা-জাকোলা বলেন, ‘স্পেস নেশন নেভিগেটরের উন্মোচন অ্যাপ ব্যবহারকারীদের মহাকাশ গণতন্ত্রের কেন্দ্রে নিয়ে আসছে।’ ‘শুনতে যতটা উন্মাদনা মনে হয় তেমনি অ্যাপটি ডাউনলোড করা আপনার মহাকাশ যাত্রার প্রথম ধাপ হতে পারে।’

গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে স্পেস নেশন নেভিগেটর অ্যাপ। শিগগিরই অ্যাপ স্টোরেও আনা হবে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here