‘শাওন একমাত্র উত্তরাধিকার না’

0
126
হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস নির্মাণ করেছেন সিনেমা। অভিনেত্রী জয়া আহসানের প্রথম প্রযোজনা পেয়েছে সরকারী আনুদান। শুটিং শেষ করে সিনেমাটি যখন মুক্তির প্রস্তুতি নিলো তখন হুমায়ূন কন্যা শিলা আহমেদ জানান তাদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে শুধুমাত্র তার স্ত্রী মেহের আফরোজ শাওনের কাছে থেকে অনুমতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে অবশেষে জট খুলেছে। হুমায়ূন পুত্র নুহাশ হুমায়ূন মঙ্গলবার এক ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন জয়া আহসান অনুমতি নিয়েছেন।

তিনি লিখেন, ‘হুমায়ূন আহমেদের সমস্ত সৃষ্টি এখন তার উত্তরাধিকারদের স্বত্বাধিকারে। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া যে এই সিনেমাটি মুক্তি দেয়ার কাজ চলছিলো, সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত ছিল। যখন এই সিনেমার প্রযোজক জয়া আহসান এই বিষয়ে জানলেন, তিনি সাথে সাথেই আমার পরিবারের সাথে যোগাযোগ করলেন এবং আমাদের চারজনের অনুমতি নেয়ার জন্য আইনগত সব ব্যাবস্থা নিলেন। তিনি এই সিনেমার মার্কেটিং সহ বাকি কাজ বন্ধ রাখলেন আমাদের চার ভাইবোনের চুক্তিপত্রে সাইন হওয়া পর্যন্ত।’

নিয়মানুযায়ী সিনেমার শুটিং করার আগে অনুমতি নেওয়ার কথা। কিন্তু সেটা করতে না পারায় দুঃখ প্রকাশ করে জয়া। এ নিয়ে নুহাশ লিখেন, ‘ জয়া আহসান আমাদের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং আমাদেরকে তার দিকের ব্যাখ্যা দিলেন, তখন আমাদের মনে হয়েছে -এটা তার দিক থেকে একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। আর তিনি যে এটা সংশোধন করতে চাচ্ছেন এটা একটা দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ।’

এ প্রসঙ্গে তিনি আরো লিখেন, ‘অনেক নির্মাতাই আমাদের কে জানিয়েছেন তারা আমার বাবার স্ত্রী-মেহের আফরোজ শাওন কে এককালীন কিছু টাকা দিয়ে অনুমতি নিয়েছেন এবং নাটক নির্মাণ করেছেন। শাওন আমার বাবার ‘ইনটেলেকচুয়াল প্রপার্টির’ (গল্প, উপন্যাস, তার সৃষ্ট যেকোনো কিছু ) একমাত্র উত্তরাধিকার না। তাই আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া, শুধু মাত্র শাওনের অনুমতি নিয়ে, হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে কাজ করা সম্পূর্ণ বেআইনি।’

নুহাশ উল্লেখ করেন তাদের চাচা জাফর ইকবালের কাছে অনেকে অনুমতির জন্য যোগাযোগ করেন। কিন্তু এটি ঠিক নয়। কারণ তিনি তাদের পরিবারের শুভাকাঙ্খী, কিন্তু অনুমতি দেওয়ার কেউ নন। তাই কেউ যদি হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে নাটক, সিনেমা নির্মাণ করতে চায় তাহলে যেনো শাওনের পাশাপাশি তাদের চার ভাই-বোনের সাথে যোগাযোগ করে।

অনেক নির্মাতাই হুমায়ূন আহমেদের গল্প, উপন্যাস নিয়ে নাটক, সিনেমা বানাচ্ছেন। কিন্তু সেগুলো মানসম্মত হচ্ছে না। এ নিয়ে নুহাশ লিখেন, ‘আমার মনে হয়, মাঝে মাঝে ‘না’ বলতে পারাটাও এখন আমাদের জন্য খুব জরুরি। আমি নিশ্চিত হুমায়ূন আহমেদের ভক্তরা তার কাহিনী নিয়ে তৈরি হাতে গোনা কয়েকটা অসাধারণ কাজই পছন্দ করবে, একশোটা মাঝারি মানের কাজের চেয়ে।’

এ নিয়ে তিনি আরো লিখেন, ‘আমার বাবাতো এমনিই আমাদের বুকের মধ্যে বেঁচে থাকবেন তার সৃষ্টির জন্য- তার কাহিনী নিয়ে নাটক বা সিনেমা নির্মাণ তো তার অবস্থান পরিবর্তন করছে না আমাদের কাছে।’

তিনি সর্বশেষ জয়া আহসানের জন্য শুভকামনা জানান। একই সাথে যারা তার বক্তব্যে দ্বিমত পোষণ করবেন তাদের ‘মেধাসত্ত্ব আইন’ ভালো করে পড়ে নেওয়ার আহ্বান জানান।

‘দেবী’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। এটির গল্প হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র মিসির আলীকে নিয়ে। প্রযোজনা করেছে ‘সি তে সিনেমা’।

সূত্র : পরিবর্তন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here