বর্তমানে বিশ্বের তারকা ফুটবলারদের মধ্যে সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ অন্যতম। এরই মধ্যে তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তবে রাশিয়া বিশ্বকাপে তিনি নিজেকে জাতীয় দলের জার্সিতে দেখতে চান। বিশ্বকাপের আগে এমন আকাক্সক্ষার কথা জানালেন এই ফুটবল তারকা।
সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বলেছেন, তাকে ছাড়া বিশ্বকাপ অপূর্ণ থেকে যাবে। যুক্তরাষ্ট্রের ক্লাব লা গ্যালাক্সিকোতে যাওয়া ইব্রাহিমোভিচ বলেন, আমাকে ছাড়া বিশ্বকাপ হলে তা বিশ্বকাপ মনে হবে না।
রাশিয়ায় বিশ্বকাপ প্রসঙ্গে ইব্রা বলেন, অবশ্যই আমি সেখানে যাচ্ছি। আমি শুধু এইটুকু বলবো- আমি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এর বেশি কিছু বলতে চাই না। আমি যা-ই বলি না কেন আমাকে দায়িত্ব নিয়ে বলতে হবে।
১২ বছর পর বিশ্ব আসরে খেলবে সুইডেন আর দলের অন্যতম সেরা স্টাইকার হয়ে ইব্রা খেলবেন না তা যেন তিনি মানতেই পারছেন না। এমনিতে ইনজুরি তার পিছু ছাড়ছে না, এর উপর বয়সও বেড়েছে। তাই নিজেকে নতুন করে আবার প্রমাণ করতে হবে তাকে।
তবে ম্যানইউ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সাবেক পিএসজি তারকা মনে করেন সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য তার আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here