আইপিএলের ১১তম আসরে আজ মুখোমুখি হবে সাকিবের হায়দ্রবাদ এবং পাঞ্জাব। আজকের ম্যাচটা অনান্যদের চেয়েও সাকিবের কাছে একটু বেশি গূরত্বপূর্নই বটে। কেননা আজকের ম্যাচে ১ উইকেট পেলে সাকিব হবেন ইতিহাসের ৫ম বোলার হিসেবে টি-২০তে ৩০০ উইকেট ছোঁয়ার রেকর্ড।
এর আগে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, স্পিনার সুনীল নারিন এবং পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
এদের মধ্যে ৪১৪টি উইকেট নিয়ে সবার ওপরে আছেন ব্রাভো। আর মালিঙ্গা, নারিন এবং আফ্রিদির উইকেট সংখ্যা যথাক্রমে ৩৪৮, ৩২৪ এবং ৩০০।
তবে একদিক থেকে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে টাইগার সাকিবের। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট পকেটে পোরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাঁর।
আজকে ১ উইকেট পেলেই সাকিব ছাড়িয়ে যাবেন আফ্রিদিকেও।
টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট শিকারি বোলার-
১। ডোয়াইন ব্রাভো- ৪১৪ উইকেট (৩৭৮ ম্যাচ)
২। লাসিথ মালিঙ্গা- ৩৪৮ উইকেট (২৫৬ ম্যাচ)
৩। সুনিল নারিন- ৩২৪ উইকেট (২৭৬ ম্যাচ)
৪। শহিদ আফ্রিদি- ৩০০ উইকেট (২৭৪ ম্যাচ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here