অনেক জল গড়ানোর পর অবশেষে বিয়ে বন্ধনে জড়াবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নিলয় আলমগীর ও মৌসুমী হামিদ। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তৈরি হলো দ্বিমত।
মৌসুমীর ভাষ্য এমন, ‘আমি চাই না বিয়ের আনুষ্ঠানিকতায় খুব বেশি টাকা-পয়সা নষ্ট করতে। তাছাড়া আমার বিয়ে হবে একেবারে আলাদা আদলে। একটু বৈচিত্র্য না থাকলে সেটা কেমন বিয়ে!’


অন্যদিকে হবু স্ত্রীর এমন ভাষ্যে প্রায় অসহায় নিলয় আলমগীর। তিনি বলেন, ‘মৌসুমী চায় আমাদের বিয়ে হোক নদীর বুকে নৌকায় ভাসতে ভাসতে! সেটা আবার বন্ধু-স্বজনদের দেখাবেন ফেসবুক ভিডিওর মাধ্যমে! পরিকল্পনাটা শুনে প্রথমে ঘাবড়ে যাই। তবে পরে মনে হলো- মন্দ কি! আইডিয়াটা তো ভালোই। কম খরচে বিয়েটা করেই ফেলি।’
দু’জনের এমন সম্মতিতে অবশেষে আজ (১৯ এপ্রিল) সকালে বিয়ের আয়োজন করা হয় কুষ্টিয়ার গড়াই নদীর বুকে। সেখানে সকাল থেকে এই আয়োজনের সঙ্গে আছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু, অভিনেতা লুৎফর রহমান জর্জসহ অনেকেই।
নদীর বুকে একান্তে নবদম্পতি মৌসুমী ও নিলয়গড়াই নদীর বুকে বিয়ের আনুষ্ঠানিকতার ফাঁকে নিলয় আলমগীর বলেন, ‘এই অসাধারণ বিয়েটি হচ্ছে একটি বিশেষ নাটকের চিত্রনাট্যের দাবিতে। নাটকের গল্প, মানে বিয়ের আইডিয়াটি আসলেই ইউনিক। খুব মজা করে কাজটি করছি আমরা।’
এদিকে মৌসুমী হামিদ জানান, নাটকটির নাম ‘ফেসবুকেই বিবাহ’। এটির চিত্রনাট্য করেছেন কাজী শহীদুল ইসলাম আর নির্মাণ করছেন সালাহউদ্দিন লাভলু। এর বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ।
জানা গেছে, নাটকটি সম্প্রচার হবে আসছে ঈদের বিশেষ আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
সুত্র: বাংলা ট্রিবিউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here