বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই মৌসুমে বার্সা থেকে মেসিকে ছুটি নিতে পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার অস্কার রুগেরি।

বিশ্বকাপ শুরু হবে জুনের ১৪ তারিখ। এদিকে এখনো বার্সার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। ৩০ বছর বয়সী মেসির এটিই হতে পারে শেষ বিশ্বকাপ। তিনি কয়েকদিন আগে নিজেই বলেছেন, এইবার বিশ্বকাপ জিততে না পারলে, আর কখনো জেতা হবে না।

সেভিয়ার বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় কোপা ডেল রের ফাইনালে মাঠে নামবে বার্সা। রুগেরি মনে করেন, এমন ম্যাচে মেসির খেলা উচিত নয়। তাতে ইনজুরিতে পড়ার শঙ্কা বাড়তে পারে।

‘আপনি কী মনে করেন মেসি না খেললে বার্সা লিগে হেরে যাবে? মেসির এখন ক্লাব প্রেসিডেন্টকে ফোন করে বলা উচিত এটা আমার বিশ্বকাপ। আমি জাতীয় দলের জন্য নিজেকে নিবেদিত করতে চাই।’ বলছিলেন রুগেরি।

সাবেক এই ডিফেন্ডার মনে করেন, ক্লাব ছেড়ে মেসির চলে আসা অন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here