এবার পাকিস্তানে ‘অনার কিলিং’ এর শিকার হয়েছে দেশটির বংশদ্ভুত ইতালিয় নারী। ইতালির নাগরিকত্ব পাওয়া সানা চেমা গুজরাতে পারিবারিক সম্মান রক্ষার্থে তার নিজ পরিবারের দ্বারা খুন হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। চেমা স্থানীয় একজন পাকিস্তানীকে বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাবা, চাচা ও ভাই তাকে হত্যা করে করের কবর দিয়ে দেয় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়।
২৬বছর বয়সী চেমার বাবা গোলাম মোস্তফা তাকে একজন স্থানীয় নারিককে বিয়ে করার প্রস্তাব দিলে সে সম্মত না হওয়ায় সম্মানহানীর অভিযোগে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা চেমাকে খুন করার খবর পাওয়ার পর একটি মামলা করে তার অধিনে তদন্ত কমিটি গঠন করেছে ও অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করে পুলিশ।
উল্লেখ্য, একই প্রদেশে ২০১৬সালের জুলাই মাসে আরো একটি সাড়া জাগানো অনার কিলিং হয়েছিল। তখন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া ২৮বছর বয়সী সামিয়া শাহিদ তার নিজ জেলা ঝিলামে যাওয়ার পর তার পরিবারের দ্বারা খুন হন। তাদের বিবাহ পরিবার মেনে নিতে না পেরে তাকে হত্যা করা হয়েছিল বলে জানান তার দ্বিতীয় স্বামী মুখতার সায়েদ কাজাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here