অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাবিথকে দুদকের তলব

0
81
অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে ব্যবসায়ী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে বিএনপি নেতা তাবিথ আউয়ালকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলদ করা হয়।

দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার ও পানামা পেপারস-এ নাম থাকার অভিযোগে অনুসন্ধানের প্রেক্ষিতে তাবিথ আউয়ালকে আগামী ৮ই মে দুদকে হাজির হতে বলা হয়েছে।
এর আগে গত মাসে বিএনপির এই নেতার দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক। তাতে জানা যায়, তাবিথ আউয়াল ফেব্রুয়ারি মাসে নিজের ব্যাংক হিসাব থেকে ২০ কোটি টাকা নগদ লেনদেন করেছেন। সেটি দুদকের কাছে অস্বাভাবিক ও সন্দেহজনক বলে মনে হয়েছে। আর তারই প্রেক্ষিতে দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে তলব করেছে দুর্নীতি বিরোধী এ সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here