অনেকদিন পর বড় পর্দায় উপস্থিতি ঘটিয়েছেন অভিনেত্রী ফারজানা রিক্তা। গেল শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলতাবানু’। এতে বানু চরিত্রে অভিনয় করেছেন রিক্তা। তার বড়বোন আলতা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। মূলত ছোটবোন বানুর হারিয়ে যাওয়া নিয়ে বড়বোন আলতার তাকে খুঁজে বেড়ানোর গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। এর কাহিনী লিখেছেন ফরিদুর রেজা সাগর, সংলাপ অরুণ চৌধুরী এবং চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস-অরুণ চৌধুরী।
এই চলচ্চিত্রে বানু চরিত্রে রিক্তার অভিনয় প্রসঙ্গে অরুণ চৌধুরী বলেন, যদিও রিক্তা ছোট্ট চরিত্রে অভিনয় করেছে, কিন্তু খুউব ভালো করেছে সে। দর্শক তাকে যতটুকুই পর্দায় দেখেছেন তাতেই তার অভিনয় দক্ষতা সম্পর্কে অবগত হয়েছেন এবং যতটুকু সময় রিক্তা পর্দায় ছিল ততটুকুই দর্শক উপভোগ করেছেন। রিক্তা বলেন, ‘আলতাবানু’ আমার অভিনীত তৃতীয় চলচ্চিত্র। বেশ টেনশন কাজ করছিল। কিন্তু যারাই চলচ্চিত্রটি দেখেছেন আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এটাই আমার প্রাপ্তি। আমি অরুণ দাদার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আর একজন অভিনেত্রী হিসেবে আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। এদিকে রিক্তা বর্তমানে রহমতুল্লাহ তুহিনের ‘টক অব দ্য টাউন’সহ ‘ছোট বউ’, ‘ক্যাট হাউজ’, ‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here