ডাবলের কীর্তি গড়েন সাকিব

0
669

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ হওয়ার পর ৩০০ শিকার থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন সাকিব আল হাসান। এর জন্য দুই ম্যাচ অপেক্ষা করতে হয়েছে সাকিবকে। অবশেষে মঙ্গলবার ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে অনন্য ডাবলের কীর্তি গড়েন সাকিব। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের সঙ্গে ৩০০ উইকেটের কৃতিত্ব দেখালেন বাংলাদেশের এ বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ৪ হাজার রানের সঙ্গে ৩০০ উইকেটের রেকর্ড গড়েন। এ কীর্তি গড়তে ২৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব।
এছাড়াও এ ফরম্যাটে ৩০০ উইকেট নেয়া একমাত্র বাঁ-হাতি বোলার তিনি। আর বোলারদের মধ্যে এটা পঞ্চম। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ডোয়াইন ব্রাভো (৪১৭), লাসিথ মালিঙ্গা (৩৪৮), সুনিল নারাইন (৩২৫) ও শহীদ আফ্রিদি (৩০০) পূর্ণ করেন ৩০০ উইকেটের ল্যান্ডমার্ক। চলতি আসরে তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছান সাকিব। ব্যাট হাতে ২৭ রানের পাশাপাশি সেদিন বল হাতেও তিনি নিয়েছিলেন ২ উইকেট। কিংস ইলেভেন পাঞ্জাবের পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও উইকেটশূন্য ছিলেন সাকিব। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে এই কীর্তি অর্জন করেন সাকিব। এদিন ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে এক উইকেট লাভ করেন তিনি। এ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে ৩১ রানে হারায় হায়দরাবাদ। আগে ব্যাট করে ১৮.৪ ওভারে মাত্র ১১৮ রান করে সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আর ৪ বলে ২ রান করে রান আউটের শিকার হন সাকিব। বল হাতে ৩.৪ ওভারে ১৮ রান খরচায় ইউসুফ পাঠানের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। জবাবে ১৮.৫ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় মোস্তাফিজের মুম্বই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here