চ্যানেল আইতে আগামী ঈদে প্রচারের জন্য তানিয়া আহমেদ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বাবার জুতা’। কুন্তল বড়–য়া তানিয়া আহমেদরই পরিচিত একজন। তার জীবনের টানা পোড়েনের গল্প শুনেছেন তানিয়া আহমেদ। আর সেই গল্পই রচনা করেছেন মাসুম শাহরিয়ার। নাটকে বাবা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। গতকাল পর্যন্ত টানা তিন দিন নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন,‘ বাবার জুতা একটি সামাজিক গল্পের নাটক। ভীষণ আবেগের একটি গল্প। গল্পটা বেশ ভালোলেগেছে। নির্মতা হিসেবে তানিয়ার চেষ্টা আছে ভালো কাজ করার।’
নাটকটি নির্মাণ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন,‘ এই সময়ে আমাদের সমাজের নানান সমস্যা নিয়ে বেশ নাটক নির্মিত হচ্ছে। বাবার জুতা ঠিক তেমনি সমস্যার একটি নাটক। কুন্তল বড়ুয়ার নিজের জীবনের গল্পের অনেকটা অংশই আমরা এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। গল্পটা যেহেতু একটু অন্যরকম , তাই আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে। আর সেলিম ভাই নিঃসন্দেহে একজন অসাধারণ অভিনেতা। তিনি তার চরিত্রে বরাবরের মতোই অসাধারণ অভিনয় করেছেন। সাফাও তার চরিত্রে ছিলো অনন্য। সবমিলিয়েই কাজটি খুব ভালো হয়েছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’
সাফা বলেন,‘ একটু ভিন্ন ধরনের গল্পের নাটক। তানিয়া আপুর নির্দেশনায় কাজটি আমি বেশ উপভোগ করেছি। আশাকরি দর্শক সময়ের একটি গল্প পাবেন এই নাটকে।’ নাটকটিতে তানিয়া আহমেদ’র প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন অমিতাভ আহমেদ রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here