সৌদি প্রবাসীদের জন্য দেশটির শ্রম বাজার ধীরে-ধীরে সংকুচিত হচ্ছে। গত বছর অর্থাৎ ২০১৭ সালে শেষ তিন মাসে দেশটিতে প্রায় ৫ লাখ প্রবাসী শ্রমবাজার ত্যাগ করেছে বা চাকুরী ছেড়েছে।

দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক্স (জিএস্ট্যাট) নামের সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, ওই সময়ে সৌদি আরবে প্রায় ৪ লাখ ৬৬ হাজার প্রবাসী চাকুরী ছেড়েছে, অন্যদিকে একইসময়ে ১ লাখ সৌদি নারী-পুরুষ দেশটির শ্রমবাজারে প্রবেশ করেছে।

শ্রমবাজার সংশ্লিষ্ট একটি বুলেটিনের তথ্যানুযায়ী, ২০১৬ সালে সৌদি আরবে প্রবাসী শ্রমিক ছিলেন ১ কোটি ৮৮ লাখ যা ২০১৭ সালের শেষ তিন মাসে কমে দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ।

বুলেটিনটি আরও বলছে, সৌদি আরবে ১ কোটি ৪১ লাখ প্রবাসী কর্মরত রয়েছেন যা দেশটির শ্রমবাজারের ৭৬ দশমিক ৭ শতাংশের প্রতিনিধিত্ব করছে। অন্যদিকে এই শ্রমবাজারে সৌদি নাগরিক আছেন ৩০ লাখ ১৬ হাজার যা ২৩ দশমিক ৩ শতাংশের প্রতিনিধিত্ব করছে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের পূর্বের থেকে দ্বিগুণ ফি দিয়ে ইকামা নিতে হচ্ছে। চলতি বছর থেকে সৌদি সরকার কর্মীদের ওপর নতুন নিয়ম আরোপ করেছে। এতে কর্মীদের বেতনের অর্ধেকের বেশি টাকা ইকামা ফি দিতে হচ্ছে। কর্মীরা বর্তমানে সৌদিতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here