ছাত্রলীগের এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মে। মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া চলবে তিন দিন। আগামী ৪ মে পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ৫ মে রাত ৮টা পর্যন্ত।

এদিকে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, সংগঠনের সম্মেলনে এবার কোনও ভোটপর্ব থাকছে না। গতকাল সোমবার গণভবনে দলের নেতাদের সঙ্গে অনির্ধারিত সভায় প্রধানমন্ত্রী এ ব্যাপারে জানিয়ে দেন, জীবনবৃত্তান্ত দেখে ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে নেতা বানানো হবে।

সাম্প্রতিক কিছু ঘটনায় ছাত্রলীগ নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশনার একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাবির ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একই তথ্য জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here