বিরাট কোহলির কঠোর নিয়মতান্ত্রিক জীবনের কথা সবারই জানা। ফিটনেস ঠিক রাখতে ডাইনিং টেবিল থেকে বাদ দিয়েছেন অনেক পছন্দের খাবার।
সঠিক সময়ে সঠিক পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া যার অভ্যাস, সেই বিরাট কোহলি কিনা বিরিয়ানি দেখে সব ভুলে গেলেন! অবশ্য অনেকের মতোই বিরিয়ানি কোহলির খুব পছন্দের। তাই হায়দরাবাদে আইপিএলের ম্যাচ খেলতে গিয়ে সতীর্থ সিরাজের বাড়িতে দাওয়াতে গিয়ে লোভটা নিয়ন্ত্রণ করতে পারেননি।
গতকাল সোমবার সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে আইপিএল শেষ হয়ে গেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। তার আগের দিন দলের অধিনায়ক-সহ অন্যান্য সতীর্থদের দাওয়াত করেছিলেন মোহাম্মদ সিরাজ। আইপিএলে ব্যাঙ্গালুরু তাকে এক কোটি রুপিতে কিনে নিয়েছে। টাউলি চকিতে সিরাজের নতুন বাড়িতে গিয়ে জমজমাট আড্ডার সঙ্গে চলল ভুরিভোজ। প্রায় দুই ঘণ্টার মতো সেখানে ছিল পুরো দল।

সিরাজের বাড়িতে আত্মসংযম হারিয়ে কব্জি ডুবিয়ে বিরিয়ানি খেলেন বিরাট কোহলি। শুধু বিরিয়ানি নয়, মেনুতে হায়দরাবাদের অন্যান্য তেল-মশলাদার খাবারও ছিল।

কোহলি ডায়েটিং ভুলে সে সব খাবারও অল্প-সল্প চেখে দেখলেন। তারপর তৃপ্তির ঢেকুর তুলে সোশ্যাল সাইটে ছবি আপলোড করে ফিরলেন হোটেলে।

চলতি বছরই ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন সিরাজ। সিরাজের বাবা পেশায় রিক্সাচালক। অভাবের সংসারে থেকেও জাতীয় দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন সিরাজ। বাবা মোহাম্মদ ঘাউসি সেই স্বপ্নের মাঝে কখনও বাধা হয়ে দাঁড়াননি। বরং ছেলেকে বরাবর উৎসাহ জুগিয়েছেন। সিরাজের পরিবার একটা সময় হায়দরাবাদের খাজা নগরের ঘিঞ্জি গলিতে দুই কামরার ছোট্ট ভাড়া বাড়িতে থাকত। ক্রিকেটের সুবাদে সিরাজ এখন আর্থিক দিক থেকে স্বচ্ছল। তাই পরিবারকে নিয়ে টাউলি চকিতে বড় বাড়ি কিনেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here